ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বুড়িগঙ্গা পানি দিয়ে গোসল করাবো, বিএনপি নেতাদের উদ্দেশে নাসীরুদ্দীন

অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিএনপি নেতাদের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক অপসংস্কৃতি থেকে যদি লাফালাফি-পাল্লাপাল্লি থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, তবে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো। যাতে ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে আরকি।

শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সিনিয়র নেতাদের এত দিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি, ওনাদের মাথাও পরিষ্কার হয়নি, শরীরও পরিষ্কার হয়নি।

এখন মনে হয় ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে। এ ছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে ওই টাকা দিয়েও একটা গণভোট আয়োজন করা সম্ভব


সংবাদটি শেয়ার করুন....