ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

এখনই আত্মতুষ্টিতে ভুগতে চান না শান্ত

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ সেঞ্চুরি করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চলতি বছর টেস্ট ক্রিকেটে তার গড় ৮০ এর উপরে। তবে আরও ধারাবাহিক হতে চান তিনি।

তিনি বলেন, ‘মাত্র মনে হয় ৩৮ ম্যাচ খেলেছি। এখনই এত ভালো ভালো কথা শোনার অভ্যাস নাই। ১০০-১৫০ টেস্ট খেলার পর যদি ধারাবাহিক হতে পারি তখন বলতে পারব ক্যারিয়ার ভালোভাবে শেষ হয়েছে।’

আর কয়েকদিন পরে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের শততম টেস্ট নিয়েও দারুণ উচ্ছ্বসিত তিনি। এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকর্মীদের। শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বড় একটা অর্জন। মুশফিক ভাইয়ের শততম টেস্ট, খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চাই ওই দিনটা বা ওই পুরো পাঁচটা দিন আমরা উপভোগ করব।’

আইরিশদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন তিনি। সাবলীলভাবে মাঠের চারদিকে খেলেছেন শট। এই সিরিজের মাধ্যমে আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরেছেন তিনি। তবে ক্যাপ্টেন্সি কখনোই তার জন্য চাপের না। এমনটাই জানিয়েছেন তিনি।

নিজের ব্যাটিং ও নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে শান্ত বলেন, ‘ব্যাটিংয়ের সময় ব্যাটার হিসেবে খেলতে পছন্দ করি। একবারও চিন্তা করি না ক্যাপ্টেন হিসেবে ব্যাট করেছি।’

আর কয়েকদিন পর মিরপুরেই এই সিরিজের শেষ টেস্ট। তবে সে ম্যাচেও প্রতিপক্ষকে সমীহ করছেন তিনি। শান্ত বলেন, ‘মিরপুরে যে কোনো প্রতিপক্ষ, যে কোনো বোলিংয়ের বিপক্ষে সবসময় চ্যালেঞ্জ থাকে। বাড়তি আলাদা কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। চ্যালেঞ্জ থাকবে কিন্তু আমরা ওই চ্যালেঞ্জটা কিভাবে সামলাই সেটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা আমরা যেভাবে খেলেছি আশা করি ওই আত্মবিশ্বাসটা মিরপুরে কাজে দেবে।’


সংবাদটি শেয়ার করুন....