
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস বই প্রকাশের অনুষ্ঠানে বিব্রতকর ঘটনার মুখোমুখি হয়েছেন। মাদ্রিদে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে হঠাৎ এক ব্যক্তি তার দিকে ডিম ছুড়তে শুরু করেন। পরে জানা যায়, ওই ব্যক্তি রুবিয়ালেসেরই এক আত্মীয়। সম্পর্কে তার চাচা হয়।
ঘটনার পর স্প্যানিশ রেডিও ‘মার্কা’কে রুবিয়ালেস বলেন, ‘যে লোকটা ডিম ছুঁড়েছে, সে আমার আঙ্কেল। ও সবসময় এমন ঝামেলা করে। হাতে কী আছে আমি জানতাম না। যখন তাকে ভেতরে ঢুকতে দেখি, মনে হয়েছিল পিস্তল যেন হাতে নিয়েই আসছে!’
গত কয়েক বছরে নানা বিতর্কে জড়ানো রুবিয়ালেস এখনো সমালোচনার কেন্দ্রবিন্দুতে। গত ফেব্রুয়ারিতে স্পেনের হাই কোর্ট তাকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করে। নারী ফুটবল তারকা জেনিফার এরমোসোকে ২০২৩ নারী বিশ্বকাপ উদযাপনের সময় সম্মতি ছাড়াই ঠোঁটে চুম্বন করেছিলেন তিনি।
এ ঘটনার পর তাকে ১০ হাজার ইউরোর বেশি জরিমানা করা হয় এবং ফিফা তিন বছরের জন্য ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করে। এরমোসোর সেই ঘটনা স্পেনজুড়ে নারীবাদী আন্দোলন ও নারী ফুটবল নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছিল।
