
দেশের জাতীয় সম্পদ রক্ষার্থে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা উপজেলা অভিযান চালিয়ে ৩৮০ কেজি জাটকা জব্দ করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১ থেকে ৩টা পযন্ত রামনেওয়াজ ঘাটে ঢাকাগামী লঞ্চে অভিযানে চালিয়ে এইসব জাটকা জব্দ করা হয়। পরে বিকেলে অভিযানে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার শেখ শাহ আলম ।
কোস্টগার্ডের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম জানান, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা মেঘনা নদীর নায়েবের হাট, পাতার চর, সোনার চর ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করি।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকাগামি লঞ্চে থাকা ২টি ইলিশের ঝুড়ি তল্লাশী করে ৩৮০ কেজি জাটকা জব্দ করা হয়।যার আনুমানিক বাজার মূল্য ১,৩৩,০০০/০০(টাকা এক লক্ষ তেত্রিশ হাজার) টাকা । পরবর্তীতে উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মসজিদ,এতিম খানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
