ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর গণ পরিবহন যাত্রীদের মধ্যে একটি অংশ মেট্রোতে যাতায়াত করে প্রতিনিয়ত। যা রাজধানীকে যানজট কমাতে সাহায্য করে। তবে আজ রবিবার দুপুরে ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড ছিটকে পথচারী নিহতের ঘটনায় রেল চলাচল সাময়িক বন্ধ ছিল। ৩ ঘণ্টা পর আংশিক চালু হলেও এখন পর্যন্ত বন্ধ রয়েছে আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত।

এ ঘটনায় যানজটের সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনগুলোতে যাত্রীর চাপ বাড়ছে। এতে থেমে থেমে চলছে গড়ি। তবে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের সামনে তীব্র যানজট দেখা দিয়েছে।
এর রেশ মৎস্য ভবন মোড়, শাহবাগ ও ফার্মগেটে গিয়ে ঠেকেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সর্বশেষ বার্তায় জানিয়েছে, বিকেল ৩টা থেক উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল সেবা চালু করা হয়েছে। আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা দ্রুত চালু করার কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে মেট্রো রেলের অপেক্ষায় অনেক যাত্রী।
বিশেষ করে অফিস ছুটি শেষে ভিড় আরো বেড়েছে। সড়কে যানজট তীব্র আকার নিয়েছে। এতে অনেকে গাদাগাদি করে বাসে উঠছেন। তবে এতেও দুর্ভোগের যেন শেষ নেই।

বাংলা মটোর উত্তরা দিয়বাড়ীগামী যাত্রী রোকসানা পারভীন জানান, অফিসে বসে দুর্ঘটনার কথা জানতেন না।
বের হয়ে মেট্রো স্টেশনে এসেই দুর্ঘটনার তথ্য জানেন। এখন বাসেও ওঠার পরিস্থিতি নেই। সব বাসই যাত্রী পরিপূর্ণ।

এদিকে ডিএমটিসিএল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, সম্মানিত যাত্রীগণের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য্যধারণ ও সহযোগিতার জন্য যাত্রীসাধারণের প্রতি অনুরোধ করা হলো।


সংবাদটি শেয়ার করুন....