
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ধারবাহিকভাবে ভোলার মনপুরায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।
গত তিনদিন ধরে (শনি-সোমবার) পর্যন্ত দিন-রাত এই কর্মসূচী পালন করছেন ভোলা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে উপজেলা বিএনপি একাংশের নেতারা।

পাশাপাশি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ওলামা দলের নেতারা এই কর্মসূচী পালন করছে।
নেতা-কর্মীরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট, ভূইয়ারহাট, হাজিরহাট, চৌধুরী বাজার, মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার, তুলাতলী বাজার, মাছঘাট, উত্তর সাকিচিয়া ইউনিয়নের, মাষ্টারহাট, বাংলাবাজার, আনন্দ বাজার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার, কোড়ালিয়া বাজার, সিরাজগঞ্জ বাজার ও বিচ্ছিন্ন দুর্গম কলাতলী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, দোকানপাট ও বাসা-বাড়িতে গিয়ে সাধারন মানুষের হাতে লিফলেট বিতরণ সহ গনসংযোগ করছেন।
এই সময় নেতারা বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দলমত নির্বিশেষে সাধারন খেটে খাওয়া মানুষ, দুর্গম ও পিছিয়ে পড়া জনপদের বাসিন্দারা তাদের মৌলিক চাহিদা, সমঅধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারবে। এছাড়াও প্রত্যেকটি মানুষের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা ভোগ করবে। এই সময় তারা সামনের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, সিরাজুল ইসলাম পলয়ান, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক রহিম মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক শামসুউদ্দিন মোল্লা, সদস্য সচিব রহিম হাফেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির, ছাত্রদল নেতা তানভীর হাওলাদার, ছাত্রদল নেতা স্বপন মিয়া, মোঃ সাব্বির ও আপ্পান হাওলাদার সহ অন্যান্যরা।
