ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় বিধবা নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত সভাপতি, অতঃপর

মনপুরা (ভোলা) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় গভীর রাতে দুই সন্তানের জননী এক বিধবা নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওয়ার্ড জামায়াতের সভাপতি।
মঙ্গলবার গভীর রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে বাতান খাল এলাকায় ওই বিধবা নারীর ঘর থেকে স্থানীয়রা ওই জামায়াত নেতাকে আটক করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
পরে বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কলাতলী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মোঃ হুমায়ন ও সাবেক মেম্বার আছিউল হক।
ধরা পড়া ওই জামায়াত নেতা হলেন, উপজেলার ৫ নং,কলাতলী ইউনিয়নের ৬ নং,ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মোঃ শোয়াইব। তিনি পেশায় একজন স্থানীয় পল্লী চিকিৎসক। ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জামায়াত নেতা শোয়াইব ওই বিধবা নারীর সাথে পরকিয়া সর্ম্পক করে অনৈতিক কাজ করছেন। মঙ্গলবার গভীর রাত ২ টার দিকে ওই নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সাথে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে ওই জামায়াত নেতা ও বিধবা নারীর সম্মতিতে কাজী ডেকে বিবাহ দেওয়া হয়।
এই ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আমিনুল ইসলাম জসিম জানান, এই সমস্ত অপকর্মের দায় জামায়াত নিবে না। তবে ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্বে রযেছেন বলে জানান তিনি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, ঘটনাটি শুনেছি। কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।অভিযোগ ফেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।


সংবাদটি শেয়ার করুন....