ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ঢাকায় আসছেন ব্রাজিল কিংবদন্তি কাফু

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ৭, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু। সেই কাফু এবার আসছেন বাংলাদেশে।

৫-১১ ডিসেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আয়োজন করছে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। আর্জেন্টিনার দল অ্যাথলেটিকো চারলনের পাশাপাশি খেলবে ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল। এই দুই দেশের দুই ক্লাবের দলের সঙ্গে বাংলাদেশের একটি বয়সভিত্তিক দল গড়বে বাফুফে। এই প্রতিযোগিতার সমাপণী দিনে কাফু পুরস্কার প্রদান করবেন বলে আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজকরা।

আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কাফুর আসার নিশ্চয়তা দিয়েছেন এএফবির ম্যানেজিং ডিরেক্টর আসাদুজ্জামান হারুন, ‘কাফুর বাংলাদেশের ভিসা হয়েছে, টিকিটও কনফার্ম। ১১ ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন। আমাদের সঙ্গে চুক্তি হয়েছে। একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেটা আপনারা দেখেছেন। আশা করছি, তিনি আসবেন। ব্রাজিলের পাশাপাশি আমরা আর্জেন্টিনা থেকে ওর্তেগা, ক্যানিজিয়া ও ভেরনকেও আনার চেষ্টা করছি।’

টুর্নামেন্টের প্রথম দিনে অর্থাৎ, ৫ ডিসেম্বর প্রথম দিনে ব্রাজিলের দলের সঙ্গে খেলবে বাংলাদেশের দলটি। এরপর আর্জেন্টিনার দলের বিপক্ষে স্বাগতিকরা খেলবে ৮ ডিসেম্বর। ১১ ডিসেম্বর শেষ দিনে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল।


সংবাদটি শেয়ার করুন....