
ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি দলের কাছে শুধু কর্মীরা নিরাপদ নয়,দলমত নির্বিশেষে সবাই বিএনপির কাছে নিরাপদ।তবে কোন চাঁদাবাজ,জুলুমবাজ,দখলবাজদের স্থান বিএনপিতে নেই।
নুরুল ইসলাম নয়ন আরো বলেন, আমরা হিংসা-প্রতিহিংসার রাজনীতি করি না, করব না। দল আমাকে নমিনেশন দিয়েছে, আমি সব দলের লোকদের সঙ্গে নিয়ে কাজ করব, সব দলের লোকই আমার কাছে নিরাপদে থাকবে, ইনশাআল্লাহ।
শনিবার(৮ নভেম্বর) দুপুর ১২ টায় মনপুরা সদর হাজীরহাট উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, রাজনীতির মাঠ থেকে কখনো দূরে থাকি নাই। বরং রাজনীতির কারণে মা-বাবার সেবা করতে পারেনি, এমনকি মায়ের জানাজাতেও অংশগ্রহণ করতে পারিনি। দল আজ আমাকে সেই মূল্যায়ন করেছে। যারা আমার রাজনীতি করেনি বা অন্য দল করেছে, তাদের নির্দ্বিধায় আমার জন্য তথা ধানের শীষের জন্য কাজ করার আহ্বান জানাই।
এর আগে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার মনপুরা বিদ্যুৎ সমস্যা সমাধান, চিকিৎসা সেবা উন্নত, নৌ-যাতায়াত সমস্যা সমাধানের দাবীর প্রেক্ষিতে তা সমাধানের আশ্বাস সহ চরফ্যাসন-মনপুরায় এক গুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এই সময় তিনি আবেগ আপ্লূত হয়ে এই মাটির সন্তান হিসাবে সকলের কাছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চান।
পরে তিনি, “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে”, ” তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক বলে নিজেই স্লোগান দেন।

গণসংবর্ধনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী,উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, মফিজুর ইসলাম মিলন মাতাব্বর, যুগ্ন সাধারন সম্পাদক আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী সহ, নুরুল ইসলাম নয়ন এর সাথে সফর সঙ্গী কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
এই সময় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করেন,মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী,উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, মফিজুর ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার ,ছাত্রদল আহব্বায়ক একরামুল কবির ও সদস্য সচিব শাহাদাত হোসেন শাহীন প্রমুখ।
