
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দ করা হয়েছে চারটি পাঙ্গাশ ধরার ফাঁদ (চাই) ও মটকা ।
মঙ্গলবার(১১ নভেম্বর) সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত উপজেলা ১ নং মনপুরা ইউনিয়নের উত্তর মাথা থেকে সোনার চর এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়।সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জল বণিক। অভিযানে নেতৃত্ব দেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ । প্রশিক্ষণে থাকায় এই অভিযানে অংশ নেননি মনপুরা মৎস্য কর্মকর্তা ।
অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ফাঁদ ও মটকা রামনেওয়াজ এর পূর্বপাশে বেতুয়া স্লুলিজ ঘাট নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে অংশ নেন তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন,মনপুরা কোষ্টগার্ড সদস্য তজুমদ্দিন ও মনপুরা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
