
পঞ্চগড়ে শীতের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা নামতেই উত্তরের হিমেল হওয়ায় শীতের অনুভূতি বেশি হচ্ছে। সেই সঙ্গে রাতভর ঝরে কুয়াশা। গতকালের তুলনায় এই জেলায় ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা।
আজ রবিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও রবিবার তা আরো কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরো কমবে।
ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।
