
দুনিয়ার বিভিন্ন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে নবী-রাসুলরা বিনীতভাবে দোয়া করেছেন। পবিত্র কোরআনে অনেক দোয়া বর্ণিত হয়েছে। ইউনুস (আ.) মাছের পেটে থাকায় অবস্থায় একটি দোয়া পড়েছিলেন। দীর্ঘ ৪০ দিন পর তিনি এই পরিস্থিতি থেকে মুক্তি পান।
দোয়াটি ছিল-
لا إِلَهَ إِلَّا انْتَ سُبْحَنَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّلِمِينَ
অর্থ : আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। (সুরা মুমিনুন, আয়াত : ৮৭)
হাদিস শরিফে এসেছে, সাআদ বিন আবু ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বর্ণনা করেছেন, ইউনুস (আ.) মাছের পেটে উল্লিখিত দোয়া করেছিলেন। কারণ মুসলিম ব্যক্তি যখন কোনো পরিস্থিতির মুখোমুখি হয় তখন এই দোয়া পড়লে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেবেন।
(মুসলিম, হাদিস : ৩৫০৫)
