ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা!

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাগদান পর্ব সেরে ফেলেছেন, আগামী বছর বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা—এমন খবর নিয়ে চর্চা তুঙ্গে। যদিও বাগদান বা বিয়ে নিয়ে এখন পর্যন্ত দুজনেই প্রকাশ্যে কুলুপ এঁটেছেন।

এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে রাশমিকার শ্রীলঙ্কা ভ্রমণের ছবি। একঝাঁক বান্ধবীকে নিয়ে সমুদ্র, রোদ আর ছুটির আমেজে মেতে উঠেছেন অভিনেত্রী।
আর সেই ছবিগুলো দেখেই শুরু নতুন জল্পনা—এটা কি শুধুই ছুটি, নাকি বিয়ের আগে ব্যাচেলরেট ট্রিপ?

ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে রাশমিকা লেখেন, ‘কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি পেয়েছিলাম। এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম বলেই বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিই। দারুণ কেটেছে আমাদের ছুটি। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।
তবে ছবির থেকেও বেশি নজর কেড়েছে রাশমিকার অনামিকায় ঝলমলে হীরার আংটি। সেই আংটি দেখেই অনুরাগীদের একাংশ ধরে নিয়েছেন— বিজয়ের সঙ্গে বিয়ের দিনক্ষণ আর খুব দূরে নয়।

আগেই শোনা গিয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে বসতে পারে রাশমিকা-বিজয়ের বিয়ের আসর। যদিও এই জল্পনায় এখন পর্যন্ত সিলমোহর দেননি রাশমিকা, আবার পুরোপুরি উড়িয়ে দিতেও দেখা যায়নি তাকে।

সব মিলিয়ে বান্ধবীদের সঙ্গে শ্রীলঙ্কার এই ‘স্পেশাল’ ট্রিপ যে নিছক ছুটি নয়, এমনটাই মনে করছেন নেটিজেনদের বড় অংশ। এখন প্রশ্ন একটাই—ব্যাচেলরেট শেষ, তবে কি এবার বিয়ের ঘণ্টা বাজবে?


সংবাদটি শেয়ার করুন....