ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বাবার মৃত্যুতে বাড়িতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ময়মনসিংহের গৌরীপুরে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফারুক আহমেদ (৩০) গ্রেফতার হয়েছেন। শনিবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, মো. ফারুক আহমেদের বাড়ি উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। তিনি গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ফারুক রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

গত বৃহস্পতিবার রাতে ফারুকের বাবা আলাল উদ্দিন (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পরদিন শুক্রবার বাড়িতে এসে বাবার জানাজায় অংশ নিয়ে দাফন সম্পন্ন করেন। রোববার ফারুকের বাড়িতে তার সদ্য প্রয়াত বাবার আত্মার মাগফিরাত কামনায় মিলাদের আয়োজনের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই শনিবার রাতে তিনি গ্রেফতার হন।

ফারুকের স্ত্রী লিমা বেগম বলেন, আমার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন আমার স্বামী। রোববার বাড়িতে চার দিনের মিলাদ শেষে আমার স্বামীর কর্মস্থলে ফেরার কথা। শনিবার রাতে তিনি পাশের বাড়িতে ঘুমিয়েছিলেন। সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। স্বামীর আয়েই চলতো সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ। এখন তার গ্রেফতারে অনিশ্চয়তার মধ্যে পড়েছি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, ২০২৫ সালের জুলাই মাসে গৌরীপুর থানায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত নাশকতার মামলায় ফারুক হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....