ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

মনপুরা (ভোলা) প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরা উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষি উন্নয়নের মাধমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বাস্তবায়নে প্রশিক্ষণটি আয়োজন করে ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে প্রশিক্ষনটি শুরু হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনের এ প্রশিক্ষণটি চলবে।

প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি , খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে নানা বিষয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সামসুজ্জোহা ও সহকারি প্রশিক্ষক শামিম মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের উপসহকারি মোঃ নাজমুল হাসান।

প্রশিক্ষণে দুই ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জনকে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

এসময় শিক্ষক-শিক্ষিকা, স্বাস্থ্যকর্মি, সাংবাদিক, তথ্য সেবা সহকারী, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।


সংবাদটি শেয়ার করুন....