ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মুছাব্বির হত্যা: রহস্য উদঘাটনে ৬০ জনকে জিজ্ঞাসাবাদ ডিবির

নিজস্ব প্রতিবেদক।। দ্য স্টার নিউজ
জানুয়ারি ১০, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে এখন পর্যন্ত অন্তত ৬০ জনকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ।

শনিবার ওই ঘটনায় জড়িত ‘প্রধান শুটারকে গ্রেপ্তারের গুঞ্জনের’ মধ্যে ‘সন্দেহভাজন অনেককে’ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বললেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তবে সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি পুলিশ।

শফিকুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকেই রহস্য উদঘাটনে ডিবি পুলিশের একাধিক টিম কাজ করছে। সেদিন (হত্যার দিন) থেকেই আমরা অনেককে ডেকে এনে এ বিষয়ে কথা বলেছি। আবার সন্দেহভাজন কাউকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি।

“জড়িতদের শনাক্তে এখন পর্যন্ত সবমিলিয়ে প্রায় ৬০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

বুধবার রাত ৮টার কিছু পরে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে হোটেল সুপারস্টারের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে বন্দুকধারীরা মুছাব্বিরকে গুলি করে। এ সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারি মাসুদও গুলিবিদ্ধ হন।

ঘটনার তিন দিন পর শনিবার মুছাব্বিরকে গুলি করা সন্দেহভাজন প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তারের গুঞ্জন শোনা যায়।

আনুষ্ঠানিকভাবে পুলিশের তরফে বিষয়টি এখনো নিশ্চিত করা না হলেও ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের অভিযান চলমান রয়েছে।”

তবে সুনির্দিষ্ট কারো নামপরিচয় প্রকাশ করেননি পুলিশের এ কর্মকর্তা।

মুছাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদকও ছিলেন একসময়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে গেছেন।

ঘটনার পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে এদিন তেজগাঁও থানায় মামলা করেন তার স্ত্রী সুরাইয়া বেগম।

সম্প্রতি বেশ কিছুদিন ধরে মুছাব্বির ‘জীবননাশের হুমকি পাচ্ছিলেন’ বলে পুলিশকে জানিয়েছেন সুরাইয়া।


সংবাদটি শেয়ার করুন....