ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

নিউজ ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার বলা হয়েছে, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

টিউশন ফি মওকুফের জন্য আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থাপত্রসহ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান বরাবর আবেদন করতে হবে। এরপর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেই আবেদন যাচাই করে আবেদনকারীর টিউশন ফি মওকুফের ব্যবস্থা নেবে।সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে জুলাইয়ের শুরুতে যে ছাত্র আন্দোলন শুরু হয়, তা তীব্র আকার ধারণ করে ১৫ জুলাইয়ের পর। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। সেদিন দেশের বিভিন্ন স্থানে আরও ৫ জন নিহত হন।আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সহিংসতা। সরকার পতনের এক দফা দাবিতে তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।এই আন্দোলনের মধ্যে বহু শিক্ষার্থীর মারা যাওয়ার খবর এসেছে; এছাড়া গুলিবিদ্ধ হয়ে বা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন অনেকে।


সংবাদটি শেয়ার করুন....