ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

খালেদা জিয়ার আরেকটি মামলা বাতিল

নিউজ ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নাশকতার অভিযোগে ২০১৫ সালে দায়ের করা খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা বাতিল করেছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করে।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল।এ ছাড়া আইনজীবী জয়নুল আবেদীন, জাকির হোসেন ভূঁইয়া, মাকসুদ উল্লাহসহ আরও কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার।খালেদা জিয়ার ১১ মামলা হাই কোর্টে বাতিল
বাসে আগুন দেওয়ার অভিযোগে ২০১৫ সালের ৩ মার্চ দারুস সালাম থানার তৎকালীন এসআই শাহ আলম এই মামলা দায়ের করেন। পরে ওই মামলা বাতিল চেয়ে আবেদন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৭ সালের ১৬ মে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে এবং মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে মামলা বাতিল করে রায় দেওয়া হলো।এ নিয়ে দুদিনে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি এবং নাশকতার ১১টি মামলার কার্যক্রম বাতিল করে রায় দিল হাই কোর্টের এই বেঞ্চ।


সংবাদটি শেয়ার করুন....