ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বাঘিনীদের মেহজাবীনের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশের ফুটবলকে নতুন স্বপ্ন দেখানো এই মেয়েরা ট্রফি নিয়ে দেশে পৌঁছেছে। তাদের এমন অর্জনে গর্বিত দেশের সাধারণ মানুষ। জানাচ্ছেন সবাই ভালোবাসা। যেই তালিকায় আছেন বিনোদন জগতের তারকাও।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সাফ জয়ী নারী দলের সদস্য মাতসুসিমা সুমায়ার ট্রফি নিয়ে ঘুমানোর একটি ছবি শেয়ার করেন।এরপর তাদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স! বাংলাদেশের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়ন ২০২৪ এ বিজয়ী। অভিনন্দন মেয়েরা।’

এর আগে গত বুধবার সন্ধ্যায় নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের নারীর। এর আগে ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। এর মধ্যদিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো বাঘিনীরা।


সংবাদটি শেয়ার করুন....