ঢাকাশুক্রবার , ৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ফ্যাসিস্ট সরকার দেশবাসীর শান্তি কেড়ে নিয়েছিল

অনলাইন ডেস্ক
নভেম্বর ৮, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকার দেশবাসীর শান্তি কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার জাতিকে ধোঁকা দিয়েছে। মানুষ খুন করেছে, গণহত্যা চালিয়েছে। ঘরের মধ্যে বসেও কেউ শান্তিতে থাকতে পারেনি।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলফামারী বড় মাঠে জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশে সংস্কার চলছে। তাই সরকারকে একটু সময় দিতে হবে। বিশেষ করে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতেই মূলত এ অন্তর্বর্তীকালীন সরকার। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন হালনাগাদ ভোটার তালিকা। সরকারের সদিচ্ছা থাকলে তা দ্রুত সময়ে সম্পন্ন করতে পারবে। ভোটের যোগ্য কোনো নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। কারণ আগামী নির্বাচনে অনেক দল প্রতিযোগিতায় আসবে। সেসব দলের যোগ্য ব্যক্তিদের ক্ষমতায় আনা হবে।

ভারত সরকারকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছে। বিচারক যখন চাইবেন মেহেরবানি করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা যেন শেখ হাসিনাকে তুলে দেন। আওয়ামী লীগ সরকার জাতির ওপর যত জুলুম করেছে, বিচারের নামে যত তামাশা করেছে। তাদের বিচারটা যেন নিশ্চিত করা হয়।

জামায়াতকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছিল দাবি তুলে দলটির আমির বলেন, আওয়ামী লীগ সরকার গুম করে আয়নাঘর তৈরি করেছে। শত শত জামায়াত নেতাকে হত্যা করেছে। সিলগালা করা হয়েছিল জামায়াতের অনেক অফিস। অন্যান্য বিরোধীদলের ওপরও নির্মম দমন-পীড়ন চালানো হয়েছে। এসব ছিল বাংলাদেশের চলমান বাস্তবতা। কিন্তু জুলমবাজ ও ফ্যাসিবাদীদের শেষ রক্ষা হয়নি। ছাত্র-জনতার তোপের মুখে তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। ক্ষমতায় গেলে ছাত্র-জনতার দাবিগুলো পূরণ হোক। যৌক্তিক দাবি আদায়ের জন্য এ দেশের মানুষকে আর সংগ্রাম করতে হবে না।

নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য আব্দুর রশিদ প্রমুখ। এছাড়াও সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।


সংবাদটি শেয়ার করুন....