ঢাকাশনিবার , ৯ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে বাড়িঘর, বাঁচতে পালাচ্ছে মানুষ

অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এতে ১৩০টি বাড়ি পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দাবানলের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

দমকল কর্মীরা জানিয়েছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনাও অনেকটা কঠিন হয়ে পড়েছে। হারিকেনের মতো শক্তিশালী বাতাস এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের বাইরে ক্যামেরিলোর কাছে মাউন্টেন ফায়ারে বিস্ফোরণ ঘটায় যা দ্রুত বৃদ্ধি পেয়ে ২০ হাজার একর জায়গায় ছড়িয়ে পড়ে। খবর- বিবিসি

স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি যে বাড়িতে বড় হয়েছেন নিমিষেই সেই বাড়িটি পুড়ে ধ্বংস হয়ে গেছে। জীবন রক্ষায় তারা সবাই পালিয়ে গেছেন।

ভেনচুরা কাউন্টিতে দাবানলে ইতোমধ্যে পুড়ে গেছে প্রায় ২০ হাজার ৪৮৫ একর এলাকা। প্রাণ বাঁচাতে অন্তত ১৪ হাজার বাসিন্দাকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

‘মাউন্টেন ফায়ার’ নামে পরিচিত এই দাবানল বুধবার সকালে শুরু হয় এবং প্রবল বাতাসের কারণে দ্রুত বিস্তৃত হয়। ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে, এই দাবানলে অন্তত ১৩২টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৮৮টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ১০ জন। এ পর্যন্ত প্রায় ৪০০টি বাড়ি খালি করা হয়েছে, তবে ২৫০টি পরিবার এখনও বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছে। এই দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।


সংবাদটি শেয়ার করুন....