
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তন রোধ করতে না পারলে ২০৫০ সাল নাগাদ ৫০ শতাংশ বন্যপ্রাণী পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। ফলে জীবন সম্পর্কে ভিন্নভাবে ভাবতে হবে। বন্যপ্রাণী ধরা, শিকার ও পাচার বন্ধ করতে হবে।
শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দিনব্যাপী জাতীয় ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের সমাপনী ও দুটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে ওয়াইল্ডলাইফ নিয়ে সচেতনতা বাড়াতে হবে। তাদেরকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী প্রথমবারের মতো আয়োজিত হলো ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারিহিনা আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জীবাশ্ম জ্বালানি যত তুলব, পৃথিবী তত উত্তপ্ত হবে। ততই পর্বতমালার বরফ গলবে, তাপমাত্রা বেড়ে যাবে; তখন জীববৈচিত্র্য কেন, পৃথিবীকেই আমরা বাঁচাতে পারবো না। জলবায়ু পরিবর্তন হলে আমাদের দেশের ১৯টি উপকূলীয় জেলা সমুদ্রের নিচে চলে যাবে। যদি আমরা জীবনযাত্রার পরিবর্তন না আনি, জলবায়ু পরিবর্তন কোনোভাবেই রোধ করা যাবে না।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিবেশ উপদেষ্টা নানা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আমার শিক্ষাজীবন এখান থেকেই শুরু। এখানে একটি গাছ আছে যেটির বয়স প্রায় ৭৩ বছর। এটি ভাষা আন্দোলনসহ অনেক ঘটনার স্বাক্ষী। এটি যেন না কেটে স্মারক গাছ হিসেবে ঘোষণা করা যায়, সে বিষয়ে বন বিভাগ ব্যবস্থা নিতে পারে। তাহলে এটিই হবে দেশের প্রথম সংরক্ষণ করা স্মারক গাছ।
