ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

সারা দিন বিএনপি কর্মীদের দখলে ছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ

অনলাইন ডেস্ক
নভেম্বর ১০, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিলেও দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা সারা দিন ছিল বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীদের দখলে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় দলবদ্ধভাবে আসতে বা মিছিল সমাবেশ করতে দেখা যায়নি।

তবে এ সময় সেখানে একজন একজন করে আসা আওয়ামী লীগের কিছু কর্মীকে বিএনপির কর্মীরা ধরে মারপিট করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে কেউ কেউ ছিলেন সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মী।

এর আগে শনিবার (৯ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে দেওয়া পোস্টে নেতাকর্মীদের সেখানে আসার আহ্বান জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ১০ নভেম্বর আসুন — নূর হোসেন চত্বর, জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন।

আরেকটি পোস্টে ১০ নভেম্বর জিরো পয়েন্টে আসার জন্য পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর বাধা ফাঁকি দিতে দলবদ্ধ না হয়ে নেতাকর্মীদের একা একা আসার আহ্বান জানায় আওয়ামী লীগ।

এরপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি, জামায়াত ও বৈষমবিরোধী ছাত্র-জনতা আওয়ামী লীগকে প্রতিহত করতে কঠোর অবস্থান নেয়। শনিবার রাত থেকেই তারা জিরো পয়েন্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় অবস্থান নিয়ে থাকে। রোববার সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকা ছিল তাদের দখলে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সমাবেশের মাধ্যমে পুরো এলাকা দখলে রাখেন। এ সময় হঠাৎ হঠাৎ করেই দেখা যায় একজনকে তারা ধরে চড়, থাপ্পড়, ঘুষি এবং লাঠিপেটা করে পুলিশের কাছে দিয়ে দেন। দুই-চারজন যারা এসেছেন তারা আওয়ামী লীগের কোন পর্যায়ের কর্মী সেটা জানা যায়নি। তবে কেউ কেউ হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে উঠলেই তাদের ধরে মারপিট করতে থাকেন বিএনপির কর্মীরা। এর মধ্যে কাউকে কাউকে সন্দেহজনক চলাফেরার কারণেও তারা ধরে মারপিট করে পুলিশের হাতে তুলে দেন।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মার্কেট ও দোকানের ভেতর থেকেও দুই একজনকে বিএনপির নেতাকর্মীরা ধরে নিয়ে আসেন। এভাবে ৩০-৩৫ জনকে পুলিশের হাতে তুলে দিতে দেখা যায়। এদের মধ্যে ৫/৬ জন নারীও ছিলেন।

দিনভর বিএনপি কর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিতে থাকেন এবং খণ্ড খণ্ড মিছিল করতে থাকেন। আওয়ামী লীগের কার্যালয় ঘিরে সকাল থেকেই সেখানে পুলিশ অবস্থান নেয়। এ ছাড়া পুলিশের একটি জলকামান ও রায়টকারও দেখা গেছে কার্যালয়ের সামনে। কয়েকটি বিজিবির গাড়িও দফায় দফায় টহল দিতে দেখা যায়। এ অবস্থায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান ও এর আশপাশের কোথাও আওয়ামী লীগের কর্মীদের কোনো তৎপরতার কথা জানা যায়নি।

তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, জিরো পয়েন্টের উদ্দেশে মতিঝিলে ঢাকা মহানগর আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে বের হলে মিছিলে হামলা করেন যুবদল ও বিএনপির কর্মীরা। এতে আহত হন বেশ কয়েকজন। বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে মিছিল জিরো পয়েন্টের উদ্দেশে আসতে চাইলে প্রথমে পুলিশ বাধা দেয় বলে জানা গেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়।

অপর একটি সূত্র জানায়, গুলিস্তানে বিআরটিসি বাসটার্মিনাল থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ করেন। দক্ষিণ সিটি করপোরেশন ভবনের সামনে থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আরেকটি বিক্ষোভ মিছিলে যুবলীগসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন।


সংবাদটি শেয়ার করুন....