
বরিশালে মেঘনা গ্রুপের সিমেন্ট পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১২ নভেম্বর) সকাল ১১ টায় বরিশাল ক্লাবে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বরিশালে খ্যাতনামা সিমেন্ট পরিবেশকেরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ খোরশেদ আলম, সিনিয়র জি এম মোঃ নাছিরুল আলম সুমন, জি এম আঃ লতিফ, ঢালাই স্পেশাল ও মেঘনা সেম সুপার ডিলাক্স ডিজি এম জিয়ারুল ইসলাম, ব্রান্ড রিচার্স সিনিয়র ম্যানেজার অনিন্দ সরকার , সিনিয়র ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান।
জানাগেছে, ব্যবসায়িক সাফল্য আরো দীর্ঘ স্থায়ী ও লাভজনক করার লক্ষ্যে বরিশাল বিভাগে ‘মিট এন্ড গ্রিট’ শীর্ষক ডিলার সম্মেলনের আয়োজন করে মেঘনা গ্রুপ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ খোরশেদ আলম বলেন,মেঘনা গ্রুপের তিন টি সিমেন্ট এর ব্যান্ড রয়েছে। নতুন করে বাজারজাত হচ্ছে ঢালাই স্পেশাল সিমেন্ট, ‘কংক্রিট, কলাম, ছাদ ঢালাই সহ বিভিন্ন ঢালাই-এ ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ অন্য সিমেন্টের তুলনায় অধিক কার্যকরী। এটি দ্রুত দৃঢ়তা অর্জনের কারণে দীর্ঘমেয়াদি শাটারিং এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়। সাধারণ পিসিসি সিমেন্টের ২৮ দিনের দৃঢ়তার প্রায় ৫০ ভাগ প্রথম দুই দিনে এবং প্রায় ৮৫ ভাগ ৭ দিনের মধ্যে অর্জন করে। দ্রুত জমাট বাধার কারণে অভ্যন্তরীণ ইটের গাঁথুনির কাজ শুরু করা যায়।
