ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৪:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশসহ ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না এই নায়কের সিনেমা। তবে এবার সেই ধারা ভেঙে মুক্তি পেলো ‘দরদ’। আর এমন মুক্তিতে ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

তিনি বলেন, ঈদের অনেক দিন পর রিলিজ হলো শাকিবের সিনেমা। ‘দরদ’ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর বরাবরই শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। কারণ, শাকিবের হাত ধরেই পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। যেটা অপ্রিয় হলেও সত্য কথা। সেই জায়গা থেকে ‘দরদ’ এবং পুরো টিমের জন্য শুভকামনা রইলো।লন্ডন, মালদ্বীপ এবং ইউএসের যে সব হলে সিনেমাটি মুক্তি পেয়েছে, সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানান সিনেমাটির নির্মাতা অনন্য মামুন।নির্মাতা বলেন, দেশের সঙ্গে একই দিনে ভারতে মুক্তি দিলে পাইরেসির ঝুঁকি থেকে যেত। সে কারণে দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শাকিবের ‘দরদ’ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। এতে চিত্রনায়কের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়া সিনেমায় আরও রয়েছেন, বলিউডের রাহুল দেব, টালিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈনসহ অনেকেই।


সংবাদটি শেয়ার করুন....