
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয় নিয়ে মনপুরায় ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
রবিবার (১৭ নভেম্বর) দিনব্যাপী মনপুরা সরকারি ডিগ্রি কলেজ, সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়, হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় করেন তারা।

এই প্রথম কোন বিচ্ছিন্ন উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের টিম এসে মতবিনিময় করায় শিক্ষার্থী ও উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
মতবিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মশিউর রহমান মামুন, যুগ্মসাধারণ সম্পাদক এস.এম.হাসান মাহমুদ রিপন, যুগ্মসাধারণ সম্পাদক সোহেল সরকার, যুগ্মসাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল,মনপুরা উপজেলা ছাত্রদলের আহবায়ক কবির হোসেন, সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিনসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এ সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।

মতবিনিময়কালে ছাত্রদলের কেন্দ্রীয় টিম তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীরাদের সঙ্গে আলোচনা করেন। এবং মনপুরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন । এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চায়, ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন।
