
সিনেমা যখন মুক্তি পায় সেই মূহুর্তটা সব শিল্পীর ক্ষেত্রেই খুব স্পেশাল। বিশেষ করে আমার। আগে হলে গিয়ে সিনেমা দেখা হলেও এখন সেটা আর হয়ে ওঠে না। অর্থাৎ আমি এখন সিনেমা হলে যাই না। এর অবশ্য একটি কারণও আছে। তা-হল সিনেমা হলে গেলে দর্শক সিনেমা না দেখে পেছন দিকে তাকিয়ে থাকে। তাই এখন চেষ্টা করি সবার শেষে গিয়ে কোণায় গিয়ে বসে থাকার। আমি এখন অল্প সিনেমা করি কিন্তু কাজটা দরদ দিয়ে করার চেষ্টা করি।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে কথাগুলো বলছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপি করিম, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, প্রার্থনা ফারদিন দীঘি, শবনম ফারিয়া, রুকাইয়া জাহান চমক, অর্চিতা স্পর্শিয়া, সারিকা সাবরিন, সংগীতশিল্পী প্রীতম হাসানসহ সিনেমা-সংগীত জগতের আরও অনেক তারকা।
শাকিব খান জানালেন, ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’-স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা করে দেয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে।
অনুষ্ঠানের শুরুতেই শাকিব খান পালন করেন বিশ্ব টয়লেট দিবস। এ উপলক্ষে হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজেনিক আবাস’- ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ বছরের বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’-কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় বিশেষ ক্যাম্পেইন।
এদিকে মুম্বাইয়ে ফেলে আসা ‘বরবাদ’ ইউনিটে যুক্ত হতে ফের পহেলা ডিসেম্বর ঢাকা ছাড়বেন শাকিব খান। মাঝে ২২ নভেম্বর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘দরদ’ দেখতে সিনেমা হলে যাবেন শাকিব খান।
