ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

হঠাৎ ডিভোর্স প্রসঙ্গে মৌসুমী, এলো নতুন সুখবরও!

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

চলতি বছরের জানুয়ারিতে ভালোবেসে লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানাকে বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ। কিন্তু বিয়ের বছর না পেরোতেই হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেল ডিভোর্সের কথা।

তবে কি ভাঙতে বসেছে তার সংসার নাকি অন্য প্রসঙ্গে ডিভোর্সের বিষয়টি টেনেছেন অভিনেত্রী? এমন প্রশ্ন রহস্যের জাল বুনেছে মৌসুমীর ভক্ত-অনুরাগীদের মনে।

একের পর এক তারকাদের যখন বিচ্ছেদ হচ্ছে ঠিক সেসময় গণমাধ্যমে মৌসুমী বলেন, আমরা প্রতিটি মানুষ আলাদা। কারও ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।

এরপর নিজের সংসার বেশ ভালো যাচ্ছে জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমার সংসার খুব ভালো যাচ্ছে। আমরা ভাবি সংসার অনেক কঠিন কিন্তু মোটেও তেমনটা না। ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, তাহলে সংসার পানির মতো সহজ।

এদিকে  শুরু হতে যাচ্ছে নারীদের সৌন্দর্যবিষয়ক রিয়্যালিটি শো ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’।  প্রতিযোগিতাটির প্রথম সিজনে আন্তর্জাতিক বিচারকদের পাশাপাশি বাংলাদেশ থেকে থাকছেন অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ।

মৌসুমী হামিদ অভিনীত ‘নয়া মানুষ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ নভেম্বর। সোহেল রানা বয়াতি পরিচালিত এ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তিনি। এ ছাড়া ‘যাপিত জীবন’ নামে আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর।


সংবাদটি শেয়ার করুন....