
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। মানুষের বাক-স্বাধীনতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে রাজপথে আন্দোলন করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। জনগণ যদি আমাদের নির্বাচিত করে, তাহলে সবাইকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, হামলা-মামলাসহ এমন কোনো নির্যাতন নেই, যা সহ্য করেনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র ফেরেনি। শেখ হাসিনা বিদায় হয়েছে, এখনও কিন্তু গণতন্ত্র ফিরে আসেনি। শেখ হাসিনা বিদায় নিয়েছে, এখনও আমাদের নেতা তারেক রহমান ফিরে আসেনি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে যুবদল সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন, খুন-গুম, ধর্ষণ করেছে। তারা একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনুন। ভারতে পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাই শেখ হাসিনাকে রেড নোটিশ জারি করে অতিদ্রুত বাংলাদেশের মাটিতে এনে বিচার করুন।
ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
নয়ন বলেন, যে অবস্থানেই থাকুক না কেন, বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। এ সময় নেতাকর্মীদের আচরণ সংযত রাখার নির্দেশ দেন তিনি।এ সময় ময়মনসিংহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
