ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নভেম্বর ২১, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল প্রায় ৬ ঘণ্টা শুরু হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ঢাকামুখী ট্রেনগুলোও আসতে শুরু করেছে। আজ বিকেল ৪টা ১০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে যাত্রী ও ট্রেনের নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিলম্বে থাকা জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রথম ছেড়ে যায়। এছাড়া বিলম্ব হয়েছে একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা ও অগ্নিবীণা এক্সপ্রেসের। সেগুলো এখন একে একে ছাড়া হবে।

এর আগে সকালে অটোরিকশা চালকরা রেললাইনের ওপর অবরোধ করে আন্দোলনের ফলে নিরাপত্তার স্বার্থে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল ১০টার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসেওনি। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছিল। সেই ট্রেনগুলো বিকেল ৪টা ১০ মিনিট থেকে চলাচল শুরু হয়েছে।

এদিকে দুপুর ২টার পর থেকে আন্দোলনকারীদের সংখ্যা মহাখালী এলাকায় ধীরে ধীরে কমতে থাকে। একপর্যায়ে পৌনে ৩টার দিকে মহাখালী এলাকা থেকে আন্দোলনকারী অটোরিকশা চালক রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। পরে মাহখালী রেললাইনের অবরোধ শেষ হয়, তেমনি সড়ক অবরোধও শেষ হয়। পরে বিকেল ৩টা থেকে মহাখালীর সব রাস্তায় যান চলাচল শুরু হয়।

এর আগে আজ সকালে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় সড়ক অবরোধ করেন ব‍্যাটারিচালিত রিকশাচালকরা। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ঢাকাবাসী।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এর পর টানা দুদিন রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা।


সংবাদটি শেয়ার করুন....