ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

সংবিধান সংস্কারে যেসব প্রস্তাব দিল বিএনপি

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৪ ৭:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

সংবিধান সংস্কার কমিশনের কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরেছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কার্যালয়ে তার কাছে এই প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ।

এ সময় আলী রিয়াজের সঙ্গে পৌনে এক ঘণ্টার মতো বৈঠক করেন সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, সংস্কার প্রস্তাবে ব্যালান্স অব পাওয়ারের কথা বলা হয়েছে।সালাউদ্দিন বলেন, আমরা প্রস্তাবনার মধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, বলেছি পরপর দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। পার্লামেন্টে উচ্চকক্ষের কথা বলেছি।তিনি বলেন, নতুন করে উপ-প্রধানমন্ত্রী প্রস্তাব করেছি এবং জুডিসিয়ালের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি।সালাউদ্দিন আরও বলেন, আইন বিভাগ, বিচার বিভাগসহ সব জায়গা প্রস্তাবনা দিয়েছি, যেন রাষ্ট্রে ভারসাম্য সৃষ্টি হয়।


সংবাদটি শেয়ার করুন....