ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করলেন মান্না-রুবেলের সিনেমার নায়িকা কেয়া

বিনোদন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিয়ে করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। পাত্রের নাম মোস্তাক কিবরিয়া, তিনি পেশায় একজন ব্যবসায়ী। দুই পরিবারের উপস্থিতিতে গত বৃহস্পতিবার কেয়ার বিয়ে সম্পন্ন হয়েছে।

নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, ‘হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোন অসুস্থ, যে কারণে ঘরোয়া আয়োজনে বিয়েটা করতে হয়েছে। পরবর্তী সময়ে বড় আয়োজনে অনুষ্ঠানের ইচ্ছা আছে।’

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে আমিন খানের সঙ্গে প্রথম যখন অভিনয় করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪। এরপর টানা ডজন দুয়েক সিনেমাতে অভিনয় করেন।

চলচ্চিত্রে কেয়া নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো নায়কদের বিপরীতে এক সময় অভিনয় করেছেন। তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে আড়ালে চলে যান এ অভিনেত্রী।

পরবর্তী সময়ে ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়ার বেশ কয়েকটি চলচ্চিত্র।


সংবাদটি শেয়ার করুন....