ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ভোজে ইলন মাস্ক, আলোচনা নিয়ে জল্পনা

অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগোতে এক জাঁকজমকপূর্ণ থ্যাঙ্কসগিভিং ডিনারের আয়োজন করেন। এতে ট্রাম্প পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ইলন মাস্ক, তার মা মে মাস্ক এবং অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। এই উৎসবমুখর আয়োজন ঘিরে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, ইলন মাস্ক ও তার মা ট্রাম্পের পরিবারের সদস্যদের সাথে একই টেবিলে বসে কথা বলছেন। সেখানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া এবং তাদের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্প। ব্যারন ও ইলনের কথোপকথন নিয়ে অনলাইনে বিভিন্ন মজার আলোচনা শুরু হয়। এক্স-এর এক ব্যবহারকারী একটি ব্যঙ্গাত্মক পোস্টে ব্যঙ্গ করে লিখেছেন, ‘ইলনের সাথে বন্ধুত্ব করা যাবে?’আমাকে এটার অনুমতি দেওয়া হবে বাবা’

ইলন মাস্ক সেই পোস্টের জবাবে জানান, তিনি ব্যারনের সঙ্গে ‘চেতনা ও ভিডিও গেম’ নিয়ে আলোচনা করছিলেন। মাস্কের মা মে মাস্ক তাদের এই আলোচনার বিষয়টি নিয়ে বলেন, ‘তারা সারা রাত কথা বলেছিল। ব্যারন খুবই বুদ্ধিমান।’

এদিকে ডিনারের এক মজার মুহূর্তে ‘YMCA’ গানের সুরে নাচের ভঙ্গিতে তাল মেলাতে দেখা যায় ইলন মাস্ককে। পাশে বসে থাকা ডোনাল্ড ট্রাম্প মজা করে তার কাঁধে হাত দিয়ে উৎসাহ দেন। ইলন তখন হাত উঁচু করে গানের তালে দোল দেন। পরে এক্স-এ মাস্ক লিখেন, আশা করি, সবার থ্যাঙ্কসগিভিং দারুণ কেটেছে।

অনুষ্ঠানে ইলন মাস্কের আরেকটি মজার আড্ডা ছিল হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের সঙ্গে। মাস্ক বলেন, তিনি স্ট্যালনকে জানাচ্ছিলেন যে, তিনি সম্প্রতি ‘ডেমোলিশন ম্যান’ দেখেছেন।

সূত্রঃএনডিটিভি


সংবাদটি শেয়ার করুন....