ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশের ১৭ প্রেক্ষাগৃহে প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৪ ৪:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

তরুণ নির্মাতা বিপ্লব হায়দারের পারিবারিক ও প্রেমের গল্পের সিনেমা ‘ভয়াল’ মুক্তি পেয়েছে দেশের ১৭টি প্রেক্ষাগৃহে। তবে সিনেমাটি দেখতে পারবেন কেবল ‘প্রাপ্তবয়স্করা’। কারণ মাসখানেক আগে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে ‘এ গ্রেডে’ ছাড়পত্র পেয়েছে।

পরিচালক বিপ্লব হায়দার জানিয়েছেন, শুক্রবার থেকে স্টার সিনপ্লেক্সের পাঁচটি শাখা- বসুন্ধরা সিটি মল, সীমান্ত সম্ভার, এসকে টাওয়ার, সনি স্কয়ার ও বালি আর্কেডে দেখানো হচ্ছে সিনেমাটি। এছাড়াও যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা, শ্যামলী সিনেমা, আজাদ সিনেমা, ম্যাজিক মুভি থিয়েটারসহ ঢাকার বাইরের বেশকিছু প্রেক্ষাগৃহেও ‘ভয়াল’ এসেছে।

ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলো হল- চট্টগ্রামের সিলভার স্ক্রিন, বগুড়ার মমইন, খুলনার সংগীতা সিনেমা হল, মধুপুরের মাধবী সিনেমা, কোম্পানিগঞ্জের পূর্ণিমা সিনেমা, শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া সিনেমা। বিপ্লব হায়দারের প্রথম সিনেমা এটি। এতে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান।

সিনেমা নিয়ে হায়দার বলেন, দর্শক যতক্ষণ ভয়াল দেখবেন, গল্পের মধ্যে হারিয়ে যাবেন। এটি আমাদের আশপাশের পরিচিত এক গল্প। খুব যত্ন নিয়ে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। সিনেমাটি দেখে দর্শক হতাশ হবে না

‘ভয়াল’ ভিন্নধর্মী গল্প বর্ণনা করে অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্নরকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে সবার মনে ভয়াল একটা ভালো প্রভাব ফেলবে।

অভিনেত্রী আইশা খান সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, পাহাড়ি পটভূমিতে শুটিং হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই পর্দায় উঠে আসবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। তিনি বলেন, প্রেম, রোমাঞ্চকর গল্পের সাথে ভয়াল সিনেমায় মা বাবার সাথে সন্তানের ভালোবাসা ও ফুটে উঠেছে। এতে বিনোদনের পাশাপাশি শিক্ষনীয় অনেক কিছু আছে। আশা করছি দর্শক নিরাশ হবেন না।

গত বছর সিলেটের মৌলভীবাজারের সীমান্ত অঞ্চলে টানা দুই সপ্তাহ হয়েছে সিনেমাটির শুটিং।


সংবাদটি শেয়ার করুন....