ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় সঞ্চয়ের দ্বিগুন টাকা ফেরত পেলেন কিশোরী সংঘের সদস্যরা

মনপুরা (ভোলা) প্রতিনিধি।। দ্য স্টার নিউজ
ডিসেম্বর ২, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় সঞ্চয়ের দ্বিগুন টাকা ফেরত পেলেন কিশোরী সংঘের সদস্যরা। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে ইরেসপো প্রকল্প পরিচালিত কিশোরী সংঘের সঞ্চয় স্কিমের আওতায় ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এই টাকা পেলো। উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান কিশোরীদের মাঝে এই নগদ চেক বিতরন করেন।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই চেক বিতরন করা হয়।

কিশোরীদের সঞ্চয় প্রবনতা বৃদ্ধি, বাল্যবিয়ে রোধ, শারিরিক সচেতনতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করার লক্ষে ২০২১ সালে সরকার গৃহীত পল্লী উন্নয়ন বোর্ড’র (বিআরডিবি) অধীনে ইরেসপো প্রকল্প পরিচালিত কিশোরী সংঘের মাধ্যমে মনপুরায় দু’টি প্রতিষ্ঠানে এই সঞ্চয় কর্মসূচী চালু করা হয়। উপজেলার হাজীর হাট ইউনিয়নের ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা এই সঞ্চয় কর্সূচীতে অংশগ্রহন করেন। এতে কিশোরীদেরকে সঞ্চয়ের দ্বিগুন টাকা পরিশোধের শর্তে অন্তর্ভূক্ত করা হয়।

ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সঞ্চয় স্কিমের মেয়াদ ও ১৮ বছর বয়স পূর্ণ হওয়ায় তাদের হাতে দ্বিগুন পরিমান টাকার নগদ চেক তুলে দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া, ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী, ইরেসপো প্রকল্পের সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান প্রমূখ।


সংবাদটি শেয়ার করুন....