ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

সম্পর্ক নষ্ট হলে ক্ষতি ভারতেরই, বাংলাদেশের না:উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বরং ভারতেরই ক্ষতি হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ভারত যদি আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এটা প্রতিবেশী দেশ হিসেবে ভালো লক্ষণ না। দুই দেশের সম্পর্ক ভালো হওয়া উচিত। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, তাহলে তারাও ভালো থাকতে পারবেন না।’

তিনি বলেন, ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবেন না। আর বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে। এটা তাদের ব্যাপার।


সংবাদটি শেয়ার করুন....