
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দুর্ভাগ্যবশত বিগত ইসি ক্ষমতার ব্যবহার করেনি। তাই নির্বাচনি অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে।
বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক শেষে গণমাধ্যমে তিনি একথা বলেন।
বদিউল আলম বলেন, কমিশনের ওপর আস্থা ফেরানোটাই এখন মূল চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা রয়েছে। সেই আইনগুলো প্রয়োগে কমিশন ঠিক কিভাবে কাজ করতে পারে, সেসব নিয়েই সবাই মতামত দিয়েছেন।
তিনি বলেন, বিগত নির্বাচনে যেসব অপরাধ হয়েছে, সেসব ঘটনার বিচার করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।
ড. বদিউল আরও বলেন, নির্বাচনের মূল অনুষঙ্গ ভোটার তালিকা, ব্যালটসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে নতুন নির্বাচন কমিশন নানা বিষয়ে মতামত দিয়েছে। এসব মতামতের সঙ্গে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনেরও মতানৈক্য নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কী পদক্ষেপ নেওয়া যায়- আলোচনায় সেটাই গুরুত্ব দেওয়া হয়েছে। সামনে এসব বিষয় নিয়ে আরও আলোচনা হবে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                