ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান জাটকা ও কারেন্ট জাল জব্দ

মনপুরা (ভোলা) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে জাটকা ইলিশ ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্ট গার্ড। মনপুরা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম’র নের্তত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে দুপুর ২ টায় ঢাকাগামি লঞ্চ থেকে তল্লাশি চালিয়ে জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে বিকেলে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সমন্বয় করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং স্থানীয় মসজিদ, এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে জাটকা ইলিশ বিতরন করা হয়।

মাছ বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ কর্মকর্তা প্রকাশ চন্দ্র দাস, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

কোস্ট গার্ডের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম জানান, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা মেঘনা নদীর বাউলবাড়ি ঘাট, নায়েবের ঘাট, কাউয়ারটেক ঘাট, রামনেওয়াজ ঘাট, তুলাতুলি চর, বদনার চর, ঢাল চর, কলাতলীর চর ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এসময় ৬ লক্ষ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এবং ঢাকাগামি লঞ্চে থাকা ৩টি ইলিশের ঝুড়ি তল্লাশী করে ২৮০ কেজি জাটকা জব্দ করা হয়।


সংবাদটি শেয়ার করুন....