
ছোটপর্দার সুপরিচিত অভিনেত্রী তাসনুভা তিশা। তার পেশাগত জীবন সম্পর্কে সবাই সবকিছু জানলেও ব্যক্তিজীবনটা অনেকেরই অজানা। বর্তমানে দ্বিতীয় স্বামীর সংসার করছেন অভিনেত্রী। পার হয়ে গেছে দুই বছর। এই সময়ে দাঁড়িয়ে তার উপলব্ধি, ‘বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল ছিল।’
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তাসনুভা তিশা।
এই অভিনেত্রী প্রথম বিয়েটা করেছিলেন ২০১৪ সালে। প্রেমের বিয়ে। তাসনুভার প্রথম স্বামীর নাম ফারজানুল হক। তার সঙ্গে দাম্পত্য জীবনে এক ছেলে এবং এক মেয়ের মা হন তাসনুভা। কিন্তু সংসার টেকেনি। ফারজানুলের সঙ্গে ডিভোর্স হয় ২০১৮ সালে।
এরপর চার বছর সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে লালনপালন করছিলেন তাসনুভা। পাশাপাশি নিয়মিত করছিলেন নাটকে অভিনয়। তারই মাঝে ২০২২ সালে ফের তার সংসার করার ইচ্ছে জাগে। বিয়ে করেন মো. আসকার নামে একজনকে। কেটে গেছে চার বছর।
তবে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তাসনুভা জানান, তার বিয়ে করাটা ভুল ছিল। শুধু তাই নয়, দুই সন্তানকে তিনি বিয়ে করার ব্যাপারে চাপ বা উৎসাহ দেবেন না বলেও জানান অভিনেত্রী। তাসনুভা বলেন, ‘তারা যদি নিজ থেকে কখনও বিয়েতে আগ্রহী হয়, তবে আটকাবো না।’
তাসনুভা আরও বলেন, ‘বিয়ে বিষয়টা অনেক বড় বিষয়। এটা একটা দায়িত্ব। বিশেষ করে মেয়েদের জন্য, তাদেরকে অন্য একটা পরিবারে যেতে হয়। অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয়। যদি আমার সন্তানরা সেটা করতে চায়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমি তাদের বিয়ের জন্য উৎসাহ দেব না।’
সম্প্রতি আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা গেছে তাসনুভা। তাদের নিয়ে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, আরশের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই। একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলেই এমন গুঞ্জন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                