
আগামী নির্বাচন জাতির জন্য সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘পতিত সরকারের আমলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দীর্ঘদিন পর তারা আবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।’
রোববার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বিএনপির ৩১ দফা নিয়ে দিনব্যাপী বিভাগীয় কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার গত ১৫ বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, মানুষের অর্থ-সম্পদ লুট করে অনেক কিছু গড়ার চেষ্টা করেছে। মানুষ তাদের ঘৃণা করে ফিরিয়ে দিয়েছে। আমাদের এটি মনে রাখতে হবে। রাজনৈতিক দলের কর্মী হিসেবে সবচেয়ে বড় পুঁজি হলো জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা। ১৫ বছর জোর করে যারা ক্ষমতায় টিকে ছিল তারা এখন নেই। তার কারণ হলো তারা জনগণের আস্থা, বিশ্বাস, ভালবাসা হারিয়েছে। সে কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’
দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে তিনি বলেন, ‘সবাই মিলে সরকার গঠন করলে সবাই সবার অধিকারের কথা বলতে পারবে। গণতন্ত্র আরও মজবুত হবে। বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে, তা ধরে রাখতে হবে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। নিজেদের মধ্যে কোনোভাবে কোন্দলে জড়ানো যাবে না। এজন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিগত সময়ের মতো মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থার ওপর যেন আঘাত না আসে সে ব্যাপারে সচেতন ও সচেষ্ট থাকতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলন বিএনপির একক আন্দোলনে সফল হয়নি। আন্দোলন সফল হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সকল শ্রেণিপেশার মানুষ নেমে এসেছিলেন বলে। দেশকে পুনরায় গঠন করতে হলে দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।’
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা ৩১ দফার আলোকে দেশকে পুনরায় গঠন করতে চাই। বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে। আমাদের সেই আস্থাকে ধরে রাখতে হবে। আমি একা সেটি পারবো না। দলের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ের মানুষের কথা শুনতে হবে। প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে মানুষের আস্থা ধরে রাখতে হবে। ঘরে-ঘরে দলের ৩১ দফা পৌঁছে দিতে হবে। এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এতে গণতান্ত্রিক অনেক রাজনৈতিক দলের মতামত রয়েছে। দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সকল ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণকে ছাড়া কোনোভাবেই ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।’
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে কর্মশালায় ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল প্রমুখ।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                