
ভারত হটাও দেশ বাঁচাও আন্দোলনে এখন সরব গোটা দেশ।বাংলাদেশের মানুষের এমন শক্তিশালী মনোভাবে ভয়ে জবুথুবু ভারত।
ভারতের ভয়ের মূল কারণগুলোর অন্যতম একটি কারণ হলো বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান নাক গলাতে পারে।ইতোমধ্যে বাংলাদেশ ভারত ইস্যুর পরপরই দীর্ঘ কয়েক দশক পর বাংলাদেশ পাকিস্তান আবারো খুলতে যাচ্ছে দুই দেশের অবাধ বাণিজ্যের দ্বার।ইতোমধ্যে পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি জানুয়ারীর মধ্যে করাচী বন্দর হয়ে দেশে আসার কথা রয়েছে। তাছাড়া অন্যদিকে লাদাখ ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে চীনের রয়েছে চরম বৈরীতামূলক সম্পর্ক।
কয়েকদিন আগেই চীনকে বন্ধু হিসাবে আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন আমাদের বন্ধু।রাস্তা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্রবন্দর পর্যন্ত, তারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করছে।
তাছাড়া ইউনূস আরো বলেন, বাংলাদেশ বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।
বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে তখন চীন ও পাকিস্তান সে সুযোগ নিবে।তখন চারদিক থেকেই আক্রান্ত হবে দিল্লী।সর্বশেষ উপায়ন্তর না পেয়ে ভারত এখন তাদের গণমাধ্যমকে তাদের অন্যতম হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চাচ্ছে।ভারতের পালিত শেখ হাসিনা সরকার দিল্লীতে পালিয়ে যাওয়ার পরই কার্যত চাপে রয়েছে ভারত সরকার।
সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর সরকার থেকে পাল্টা বিবৃতি প্রদান করে বাংলাদেশ।যা আগের শেখ হাসিনা সরকার কখনো করতে পারে নি।আর ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্পষ্টভাবে পাল্ট প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারায় ইউনূস এখন বাংলাদেশসহ সারাবিশ্বে পাচ্ছেন প্রশংসা।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                