
সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে উৎসবের চতুর্থ আসরে বাংলাদেশের অভিনেত্রী মেহজাবীন চৌধুরা সাবা সিনেমা নিয়ে হাজির হয়েছেন। উৎসবে বলিউড তারকা রণবীর কাপুরের সেলফিতে ধরা দিয়েছেন মেহজাবীন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী। অনেকে রীতিমতো অবাকও হয়েছেন। জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। শুধু তা-ই নয়, এ উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে।
মাকসুদ হোসেন পরিচালিত সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এতে আরও রয়েছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে দেশে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                