ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে গণশত্রু বিবেচনা করা হবে: নাহিদ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

যারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে জনগণ তাদেরকে গণশত্রু হিসেবে বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় উপদেষ্ঠা নাহিদ ইসলাম বলেন, ‘লীগ মানবতাবিরোধী দল। শেখ হাসিনার হাতে সবসময় রক্তের দাগ ছিল তার বাবার মত। শেখ মুজিব বাকশাল কায়েম করে মানবাধিকার হরণ করেছিল। যখনই তারা সুযোগ পেয়ে ক্ষমতায় এসেছে তখনই তারা মানবাধিকার হরণ করেছে। আওয়ামী লীগের বিদায় হয়েছে, তারা রাজনীতি করার কেন সুযোগ পাবে। যারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে তাদেরকে জনগণ গণশত্রু হিসেবে বিবেচনা করবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের করা মামলা নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে। যারা মামলা বাণিজ্য করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাদের বিরুদ্ধে ও ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আছে।’

সীমান্তে হত্যা হচ্ছে দাবি করে উপদেষ্টা বলেন, ‘ন্যায্যতার ও সমতার ভিত্তিতে কথা বলতে হবে। সীমান্ত হত্যা করে বাংলাদেশকে চাপ দিবেন, সেটা ভুল হচ্ছে। ভারতকে বলবো, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। প্রয়োজনে আমরা সীমান্তে ছুটে যাব। মিথ্যা দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারবেন না।’

আওয়ামী লীগকে বিচার করতে জাতীয় ঐক্য এবং সংহতি রক্ষা করতে হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দল-মত আদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য জাতীয় মঞ্চ গঠন করা প্রয়োজন।’


সংবাদটি শেয়ার করুন....