
নিউইয়র্কে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গত নভেম্বর মাসে দেশে ফিরছেন সংগীত তারকা বেবী নাজনীন। আওয়ামী আমলে রাজনৈতিক নিগ্রহের শিকার এই শিল্পীকে গান গাইতে দেওয়া হতো না কোনো কনসার্ট বা রাষ্ট্রীয় গণমাধ্যমে। অবশেষে ১৫ বছর পর আবারও দেশের ওপেন কনসার্টের গাইবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেবী নাজনীন।
আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানেই গাইবেন বেবী নাজনীন। তার সঙ্গে ওই কনসার্টে গাইবেন দুই প্রজন্মের একঝাঁক শিল্পী। আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী। কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতিকে তুলে ধরা হবে বলে জানান তারা।
বেবী নাজনীন জানান, আওয়ামী আমলে বাংলাদেশ বেতার-টিভি-মঞ্চ, কোনো মাধ্যমেই স্বাচ্ছন্দে কাজ করতে পারেননি তিনি। একপর্যায়ে নিজের নিরাপত্তার কথা ভেবে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। তবে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেবী নাজনীন সবসময়ই ছিলেন সমাদৃত। বিদেশের মাটিতে গান করতে তাকে কোনো বেগ পেতে হয়নি। তবে দেশে ফেরার পরই মঞ্চে গান করার সুযোগ আসায় ভীষণ আনন্দিত এই শিল্পী। তিনি বলেন, শ্রোতাদের গান শোনানোর জন্য অপার হয়ে অপেক্ষা করছি।
বিজয় দিবসের এই কনসার্টে বেবী নাজনীন ছাড়াও গাইবেন খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, জেমস, কনক চাঁপা, মনির খান, রাফা, প্রীতম, ইমরান, কনা, মৌসুমী, জেফার ও একদল লোকশিল্পী। এ ছাড়া কনসার্টে অংশ নেবে ডিফারেন্ট টার্চ, সোলস, আর্ক, শিরোনামহীন, আর্টসেল, সোনার বাংলা সার্কাসের মতো বেশ কয়েকটি ব্যান্ড। ১৬ ডিসেম্বর বিকেল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে এই কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                