ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

ইন্ডাস্ট্রিতে ১০ বছর পার করেছেন চিত্রনায়িকা পরীমণি

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ইন্ডাস্ট্রিতে ১০ বছর পার করেছেন চিত্রনায়িকা পরীমণি। অভিনয় দিয়ে যতটা আলোচনায় এসেছেন তার চেয়ে তিনি বেশি আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে। এই সময়ে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়েও যেতে হয়েছে তাকে। তবে কখনো নিরাশ হননি। অতীত নিয়ে না ভেবে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান পরীমণি। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রেম, জীবনের ঘাত-প্রতিঘাত ও সম্ভবনার গল্প শুনিয়েছেন পরীমণি।

প্রেম নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছেন পরী। তাকে দেখে যেকোনো ছেলেই দ্রুত প্রেমে পড়েন-এমন গুঞ্জনও আছে। তিনিও নাকি দ্রুত তাদের রিসিভ করেন। এ বিষয়ে পরীমণির ভাষ্য, ‘আমি প্রেমে পড়ি না, প্রেম আমার ওপর পড়ে। আমি সময় বুঝি না। প্রেম আমার ওপর পড়লে আমি একেবারে পিষে যাই।’

পেছনে ফেলে আসা দিনগুলো নিয়ে এখন ভাবনা নেই পরীমণির। সেগুলো নিয়ে আর ভাবতেও চান না তিনি। পরীমণি বলেন, ‘আমার জীবনে যা ঘটেছে তাতে আমার পাগল হওয়ার কথা ছিল কিন্তু আমি তা হইনি। অনেকেই আমাকে বলেন, আমি এতটা শক্ত থাকি কীভাবে? এর উত্তর আমার কাছে নেই। কারণ, আমি জীবনকে অনেক সহজ করে দেখি। এটাকে কখনো জটিল করে ভাবি না। আমি বাঁচতে খুব ভালোবাসি। সেই সঙ্গে আমার জীবনকে অনেক ভালোবাসি। আমার মনে হয়, যিনি জীবন ভালোবাসেন তাকে এগিয়ে যেতে হয়। আমি সেটাই করছি।’

পরীমণির প্রেম-বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। এক্ষেত্রে কি পরীমণির ব্যক্তি জীবনের ওপর তাদের কি হস্তক্ষেপ ছিল- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়টা বলা খুব মুশকিল। এখন মানুষের জীবনে অনেক অপশন থাকে। এখানে আমার কিছু বলার নেই। সবচেয়ে বড় কথা, আমি কাউকে দোষ দিতে চাই না। সব দোষ নিজের করে নিয়েছি। সবাই ভালো থাকুক।’

পূর্বের সব ঝামেলা দূরে ঠেলে এখন নিজের কাজ ও পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চান পরীমণি। সেটাও জানালেন অকপটে।

পরীমণি কথায়, ‘ভালো থাকার জন্য নিজের ব্যক্তিগত জীবন একটি বাউন্ডারির মধ্যে আবদ্ধ করেছি। কাজ ও পরিবার নিয়ে সেই জায়গাতেই আমি থাকছি। কারণ, আমাকে আরও ভালো ভালো কাজ করতে হবে। সেই সঙ্গে ছেলে-মেয়েকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মা হিসেবে এটাই আমার বড় দায়িত্ব। এছাড়া কিছু চাওয়ার নেই।’

প্রসঙ্গত, গত মাসে মুক্তি পেয়েছে পরীমণির প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’। এছাড়া আগামী মাসে টালিউডে অভিষেক হতে যাচ্ছে পরীমণির। রহস্য-রোমাঞ্চ গল্পে ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে আগামী ১৭ জানুয়ারি। এতে পরীমণির সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।


সংবাদটি শেয়ার করুন....