ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রীতমের সঙ্গে তিশা, আছেন সেই পারসাও

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভালোবাসা আর মায়ায় জড়ানো গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব ফিল্ম। এর মাধ্যমে প্রথমবার জুটি হতে যাচ্ছেন সংগীতের প্রীতম হাসান ও নাটকের তানজিন তিশা। চমক এখানেই শেষ নয়। জুলাই–আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া সেই পারসা মাহজাবীনও আছেন ‘ঘুমপরীর’ ওয়েব ফিল্মে।

‘ঘুমপরীর’ নির্মাণ করবেন তরুণ পরিচালক জাহিদ প্রীতম। ১০ ডিসেম্বর বিকেলে চরকির অফিসে হয় ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর। এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী তানজিন তিশা, প্রীতম হাসান, পারসা মাহজাবীর ও নির্মাতা জাহিদ প্রীতম।

তানজিন তিশা বলেন, গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হবে বলে মনে হয়। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।

ওয়েব ফিল্মটির অভিনেতা ও পরিচালক-দুজনের নামই প্রীতম। অভিনেতা প্রীতম হাসান জানান, তাদের নাম এক হলেও বানানে পার্থক্য আছে।

প্রীতম হাসানের কথায়, ‘খুব সুন্দর গল্পের কাজ এটি। এরই মধ্যে নির্মাতা দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি ‘ঘুমপরী’ দর্শকদের আরও ভালো লাগবে।’

যাদের এতদিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন পারসা মাহজাবীন। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে। স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বিসত তিনি।


সংবাদটি শেয়ার করুন....