ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় ফিলিস্তিনের গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মনপুরা (ভোলা) প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ফিলিস্তিনের গাজা ও রাফাহতে ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।এর ধারাবাহিকতা ভোলার মনপুরার দক্ষিণ সাকুচিয়া যুবদল নেতা লুৎফুর রহমান শামীম এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত । এসময় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি ও ব্যবস্থা নিতে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টায় কোড়ালিয়া বাজারে এই প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সর্বস্তরের ধর্মপ্রান মুসলমানরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি দক্ষিণ সাকুচিয়ার বিভিন্ন সড়ক ঘুরে কোড়ালিয়া বাজারে দক্ষিণ মাথায় সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কোড়ালিয়া জামে মসজিদ এর খতিব হাফেজ আঃ হালিম, দক্ষিণ সাকুচিয়া যুবদল নেতা লুৎফুর রহমান শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে মারা যাচ্ছে। এই নির্মম হত্যায় মুসলিমের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। ইসরাইলের এসব গণহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তবর্তী সরকারের কাছে জোড়দাবী তুলছি। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।


সংবাদটি শেয়ার করুন....