ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মনপুরায় লোকালয় থেকে হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত

রাকিবুল হাসান মনপুরা(ভোলা)প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। হরিণটি উদ্ধার করে আবার বনে অবমুক্ত করে বন বিভাগ।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান দাখিল মাদ্রাসার সামনে আজার মাঝির বাড়ীর পুকুর পাড় থেকে হরিণটি উদ্ধার করা হয়।পরে সকাল ১০টার দিকে মনপুরায় চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে ।
স্থানীয়রা জানান, সকালে বৃষ্টি হচ্ছে এমন সময় খোলা স্থান থেকে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করতে দেখে।পরে হরিণ টি বদিউজ্জামান দাখিল মাদ্রাসার সামনে আজার মাঝির বাড়ীর পুকুর পাড় এসে বিশ্রাম নেয় । তখন পচাঁকোড়ালিয়া বিটে বন বিভাগেকে ফোন করলে তাদের একটি টিম ও স্থানীয় লোকজন মিলে হরিনটিকে আটক করা হয় ।
স্থানীয়দের ধারণা, মনপুরায় পানি উন্নযন বোর্ড এর বেড়িবাধের কাজ চলমান রয়েছে । এতে করে মনপুরায় আলমবাজার এর বনের গাছ কাটা হচ্ছে । এতে করে ওই বনে থাকা হরিণ গুলো লোকালয়ে চলে আসছে । তবে হরিণটি অনেক বয়ষ্ক ।
মনপুরা পচাঁকোড়ালিয়া বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে উত্তর সাকুচিয়া ৪নং ওয়ার্ডের এক সচেতন নাগরিক মুঠোফোনে জানালে মনপুরা রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় দ্রুত একটি টিম নিয়ে ঘটনাস্থল বদিউজ্জামান দাখিল মাদ্রাসার সামনে থেকে স্থানীয় লোকজন সহ হরিণটিকে আটক করি । হরিণটি সম্পূন সুস্থ থাকায় আমরা সেখান থেকে হরিণটি উদ্ধার করে পচাঁকোড়ালিয়া বিটের চর পাতালিয়া সংরক্ষিত বাগানে ছেড়ে দেই।
উপজেলা বন বিভাগের রেঞ্জার কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, হরিণটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে । সেখান থেকে প্রায় ৪-৫ কিলোমিটার দূরে আলম বাজারে মিনি বাগান রয়েছে।প্রাথমিক অবস্থায় ধারণা করছি এটি সেই বনে হরিণ হবে । তবে কেনো হরিণ লোকালয়ে আসে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য যে,গত ২ মাসে উত্তর সাকুচিয়া বিভিন্ন স্থান থেকে ৩টি হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে ।


সংবাদটি শেয়ার করুন....