ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করুন আপনারা আমাদের বন্ধু : জামায়াত আমির

লালমনিরহাট প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারত বলে বাংলাদেশ আমার বন্ধু দেশ। কিন্তু ফেলানি হত্যার বিচার এখনো পেলাম না। আরো অসংখ্য সীমান্ত হত্যার বিচার পাইনি। ভারতের কাছে আহ্বান জানাব, অন্তত এই বিচারটা করে প্রমাণ করুন আপনারা আমাদের বন্ধু।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিংগীমারী গ্রামে বিএসএফের গুলিতে নিহত হাসিবুলের বাড়িতে এসে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ছেলেটি (হাসিবুল) গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়েছিল, সেতো কামান দেখাতে যায় নাই। কারো ওপর আক্রমণ করতে যায়নি। কিন্তু নিরীহ ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
আমরা এর নিন্দা জানাই এবং বিচার চাই।

তিনি আরো বলেন, সরকারকে বলব, হত্যাকাণ্ড হয়েছে দেশের মাটিতে, কিন্তু লাশ নিয়ে গেছে ভারতে। এই হত্যার বিচার হবে বাংলাদেশে।

জামায়াত আমির হাসিবুলের পরিবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এর আগে শনিবার দুপুরে লালমনিরহাটের কালেক্টর মাঠে এক জনসভায় বক্তব্য দেন তিনি।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....