
অবশেষে ক্যান্সারের সাথে লড়াই করে হার মানলেন এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। শরীরে দুরারোগ্য ক্যান্সার নিয়েও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। তার এই অদম্য বাঁচার আকুতির অবসানে শোকের ছায়া নেমে আসে ছাত্র, শিক্ষক, শুভাকাঙ্খি, গুনগ্রাহীসহ সর্বমহলে।
রোববার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরযতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রী অনুপমা দাশ নিজ বাড়িতে মৃত্যুবরন করেন।
অনুপমা দাস দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। মৃত অনুপমা দাশের স্বামী সোনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নীল রতন দাশ। তিনি মৃত্যুকালে-স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি শিক্ষকতাও চালিয়ে গেছেন।
তার মৃত্যুর খবরে উপজেলার সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর শুনে অনেকে তার বাড়িতে ছুটে গেছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন তার প্রাক্তন ছাত্র, সহকর্মি শিক্ষক, শুভাকাঙ্খি, গুনগ্রাহী ও বিভিন্ন মহল।